প্রধান শিক্ষকের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-হামদু-লিল্লাহ্। শিক্ষাই জাতির মেরুদন্ড। সুতরাং শিক্ষা সকলের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের বহু দেশ আজ উন্নত। বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য আমরা নিজ নিজ সন্তানদের নিয়ে চিন্তিত। প্রকৃতিগতভাবেই মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষা হল সর্বোত্তম পন্থা। আর তৃণমূল পর্যায়ে এই শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মূলমন্ত্র নিয়েই দক্ষিণ কাফরুল বিদ্যাপীঠ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ১৯৮৯ খ্রিষ্টাব্দে। বর্তমানে আমাদের এই বিদ্যালয়ের নাম দক্ষিণ কাফরুল মডেল হাই স্কুল। কবির ভাষায়ঃ
”.............. এ আলো ছড়িয়ে যাক সবখানে, সবখানে, সবখানে।”
বর্তমান বিশ^ জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়েছে। আধুনিক তথ্য-প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে। পিছিয়ে নেই আমরাও। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী। আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান দক্ষিণ কাফরুল মডেল হাই স্কুল সত্যিকারের মডেল হয়ে উঠুক। এই লক্ষ্য মাথায় নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটি উন্মুক্ত করে ছড়িয়ে দিতে চাই সর্বত্র। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক শুভাকাঙ্খী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে যেমন পুলকিত হবেন তেমনি তৈরী হবে পারস্পরিক সহযোগিতার সুদৃঢ় বন্ধন। কবির ভাষায়ঃ
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে
অত্র বিদ্যালয়টি যাদের অক্লান্ত শ্রম ও সাধনায় প্রতিষ্ঠিত হয়ে আজ এই অবস্থায় উপনীত হয়েছে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সকলের জন্য শুভ কামনা রইল। সকলের নিকট দোয়া প্রার্থনায়.....
(মোঃ কামালউজ্জামান)
প্রধান শিক্ষক
দক্ষিণ কাফরুল মডেল হাই স্কুল
ঢাকা সেনানিবাস, কাফরুল
ঢাকা-১২০৬